অদ্য ৩০ নভেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত হলো বিওএ’র সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং বিওএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯)। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সম্মানিত সভাপতি এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়।
সম্মানিত সভাপতি তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে সকলকে বিভিন্ন স্থান হতে এই সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি শারীরিক ও মানসিক সুসাস্থ্যের জন্য খেলাধুলার অপরিসীম গুরুত্বের বিষয়টি তুলে ধরেন এবং একই সাথে খেলাধুলার উন্নয়নে উপস্থিত সকলের অবদানকে গুরুত্বের সাথে স্মরণ করেন। সম্মানিত সভাপতি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। আগামী গেমসগুলোতে কীভাবে আরো বেশি পদক অর্জন করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মানের অংশ হিসেবে যথাশীঘ্রই একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মান কাজ আরম্ভ করার বিষয়ে সভার সকলকে অবহিত করেন। তিনি এই নির্মান কাজ বাস্তবায়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সম্মানিত সভাপতি খেলাধুলার উন্নয়নে ভবিষ্যতে দল-মতের উর্ধ্বেউঠে সকলে মিলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তাঁর উদ্বোধনী বক্তব্য শেষ করেন।
সভায় গৃহীত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণসিদ্ধান্তসমূহ নিম্নরূপ:
১. ২০২৪-২০২৫ অর্থ বছরে বিওএ’র সম্পাদিত কার্যক্রমের উপর মহাসচিব কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে
অনুমোদিত হয়।
২. বিওএ’র ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
৩. বিওএ’র ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮.০০ (আটাশ কোটি) কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত
হয়।
৪. বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভূক্ত ফেডারেশন হিসাবে বিওএ’র এ্যাফিলিয়েশন প্রদান
করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৫. বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদকালের সাথে সামঞ্জস্য রেখে সর্বসম্মতিক্রমে ২০২৫-
২০২৯ সাল পর্যন্ত অনুমোদিত হয়।
৬. বিওএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর নির্বাচনের চূড়ান্ত ফলাফল এতদ্বসঙ্গে সংযুক্ত করা হলো।
সম্মানিত সভাপতি মহোদয় নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি, মহাসচিবসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্রীড়ার উন্নয়নে অসামান্য অবদানের জন্য বর্তমান কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মানিত সভাপতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যদের একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
ধন্যবাদান্তে,
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এমফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক